চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্রান্সের ‘জাঙ্গলে’ পুলিশ-অভিবাসী সংঘর্ষ

ফ্রান্সের কালেই বন্দর এলাকায় ‘জাঙ্গল’ নামে পরিচিত একটি শরণার্থী ক্যাম্পে উচ্ছেদ অভিযান চালানোর সময় অভিবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

উচ্ছেদকারী দলটি ক্যাম্পের অস্থায়ী ঘরগুলো ভাঙ্গার কাজ শুরু করলে অভিবাসীরা তাদের প্রতিরোধের চেষ্টা চালায়। তারা শিবিরের ভেতর থেকে দলটির দিকে পাথর ছুঁড়ে মারে। জবাবে দাঙ্গা পুলিশ অভিবাসীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

ওই সময় ক্যাম্পের ১২টি ঘরে আগুন দেয়া হয়। সারা রাত ধরে চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সকালের দিকে সেখান থেকে সরে আসে উচ্ছেদকারী দলটি।

তবে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দলটি আবার ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জাঙ্গলে।

অস্থায়ী শিবিরটি থেকে অভিবাসীদের সরিয়ে এলাকাটির অন্য পাশে অবস্থিত শিপিং কন্টেইনারগুলোতে রাখতে চায় ফ্রান্স সরকার। তবে অভিবাসীরা সাগর পাড়ি দিয়ে যেতে চায় যুক্তরাজ্যে।

তবে শিপিং কন্টেইনারে সরিয়ে নিলে এই অভিবাসীরা ব্রিটেনে যাওয়ার স্বপ্ন ছেড়ে ফ্রান্সেই ঘাঁটি গেড়ে বসতে পারে বলে আশঙ্কা অনেকের।