চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অর্ণবের সুরের মূর্ছনার মধ্যে দিয়ে শেষ হচ্ছে ফোক ফেস্ট

সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক লোকসংগীত। লোকসংগীতের চর্চা ও প্রসারে চতুর্থবারের মতো আয়োজিত ৩ দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ এর আজ শেষ দিন। দেশি-বিদেশি নানা শিল্পীদের অংশগ্রহণে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ পর্দা নামবে উৎসবের। আজকের আকর্ষণ অর্ণবকে ঘিরে।

অর্ণবের আছে নিজস্ব শ্রোতা-ভক্ত। নতুন প্রজন্মের এই শ্রোতারা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন অর্ণবের সুরমুর্ছনায় ডুব দেয়ার জন্য। অর্ণব ছাড়াও আজ মঞ্চ মাতাবেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। তার ভক্তও কম নয় বাংলাদেশে। এছাড়াও থাকছেন বাউল কবির শাহ্ ও ব্যান্ড দল নকশীকাঁথা এবং স্পেনের লাস মিগাস ব্যান্ড দল।

বাংলাদেশসহ বিশ্বের সাত দেশ থেকে ১৭৪ জন শিল্পী আর্মি স্টেডিয়ামের মঞ্চে ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দর্শক মাতাবেন। প্রতিবারের মতো এবারও সান ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এ উৎসবটি হচ্ছে। সন্ধ্যা ৬টা থেকে মাঠে প্রবেশ করতে পারবেন নিবন্ধিত দর্শকেরা।