চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেসবুকের একশো কোটি

প্রথমবারের মতো একদিনে একশো কোটি ইউজার পেলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজের ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন।

এটা ফেসবুকের জন্য অনন্য মাইল ফলক হয়ে থাকবে উল্লেখ করে জাকারবার্গ বলেন, বিশ্বের সাত জন মানুষের একজন মানুষ তাদের বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করতে ফেসবুক ব্যবহার করেছে।

এটি ফেসবুকের জন্য নতুন মাইল ফলক হলেও, সারা বিশ্বে ফেসবুকের প্রায় দেড়শো কোটি ইউজার এক মাসের মধ্যে কোনো না কোনো সময় ফেসবুক ব্যবহার করেছেন।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে ২০১২ সালে প্রথম বারের মতো একশো কোটি সাবক্রাইবার পায় ফেসবুক।

এর আগে ২০০৪ সালে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক-জাকারবার্গ বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষায় ফেসবুক প্রতিষ্ঠা করেন।