চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেলে রাখা বিটকয়েনেই মিলিয়নিয়ার!

জনপ্রিয় র‍্যাপ শিল্পী ফিফটি সেন্ট ২০১৪ সালে তার একটি অ্যালবাম বিক্রি করেছিলেন বিটকয়েনে। এরপর বিটকয়েন সমেত অ্যাকাউন্টটি এতদিন পর্যন্ত রেখেছিলেন। তবে ফেলে রাখা বিটকয়েন দিয়েই ‘বিটকয়েন মিলিয়নিয়ার’ বনে গেলেন এই তারকা।

দ্য ভার্জ জানিয়েছে, ২০১৪ সালে যখন অ্যালবামটি বিক্রি করছিলেন ফিফটি সেন্ট, তখন বিটকয়েনের দাম ছিল ৬৬২ ডলার। অ্যালবাম বিক্রির মাধ্যমে তখন তার অ্যাকাউন্টে জমা হয়েছিল প্রায় ৭’শ বিটকয়েন যার মূল্য ছিল সে সময়ের হিসেবে ৪ লাখ ডলারের বেশি।

সম্প্রতি বিটকয়েনের দাম বেড়ে প্রায় ১৭ হাজারে পৌঁছে। তবে এর কিছুদিন পরই আবার দাম কমতে থাকে। কমতে কমতে এক পর্যায়ে ১০ হাজার ডলারের নিচেও চলে যায়। তবে কিছুটা দাম বেড়ে এখন ১১ হাজার ডলারে রয়েছে বিটকয়েনের দাম। সে হিসেবে ফিফটি সেন্টের হাতে রয়েছে প্রায় ৭৮ লাখ ডলারের সমপরিমাণ বিটকয়েন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি মজা করে লিখেছেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত’। নিজের কাছে এতো বিটকয়েন থাকার কথা ভুলে গিয়েছিলেন বলেও জানান তিনি।