চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেলে আসা জীবনের গল্পে ‘জলিলের আদমশুমারি’

জলিলের আদমশুমারি’ প্রচার হবে ১২ এপ্রিল শুক্রবার দুপুর ৩টা ৫মিনিটে চ্যানেল আই’র পর্দায়…

গ্রাম বাংলার আদমশুমারির চিত্র ফুটে উঠছে টিভি নাটকের পর্দায়। নির্মাতা হিমু আকরাম এমন গল্পকে কেন্দ্র করে নির্মাণ করেছেন নাটক ‘জলিলের আদমশুমারি’।

নাটকের গল্পে দেখা যাবে, হুনুলুলু থেকে আসা একজন এনজিও কর্মী বাংলাদেশের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে লোক গণনা করবেন।

সঙ্গে থাকবেন তার একজন সহকারী। এ নাটকে জলিল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। তার সহকারীর ভূমিকায় দেখা যাবে হুমায়ূন সাধুকে। অন্যান্য চরিত্রে দেখা যাবে প্রিয়া আমান, পায়েল, মাসুদ রানা মিঠু, কাজী উজ্জ্বল, শরিফুলকে।

নির্মাতা হিমু আকরাম বলেন, আমাদের ফেলে আসা জীবনের গল্পের নাটক জলিলের আদমশুমারী। ছোটবেলায় গ্রামে বাড়িতে বাড়িতে মানুষ গণনা করতে আসতো এনজিওর কর্মী। সেই প্লট নিয়েই এই টেলিছবি। তবে গল্পের শেষটা অন্যরকম হবে।’

ইরফান সাজ্জাদ বলেন, গ্রামের বাড়ি বাড়ি আদমশুমারি করা, চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম, সকারীর সাথে ঝগড়া- সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার। যদিও এই টেলিছবির শেষ দিকে দর্শকরা অন্য একটি গল্প পাবেন। যেটা এভাবে ভাবেননি কখনও।’

নির্মাতা হিমু আকরাম জানান, ‘জলিলের আদমশুমারি’ প্রচার হবে ১২ এপ্রিল শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।