চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফেদেরারের বিদায়, সেঞ্চুরির ম্যাচ জিতে সেমিতে সেরেনা

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন মহাতারকা রজার ফেদেরার। ৫ সেটের রোমহর্ষক ম্যাচে পাঁচবারের ইউএস ওপেন চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে চলে গেছেন গ্রেগর দিমিত্রভ।

অপরদিকে, মেয়েদের সিঙ্গেলসে ক্যারিয়ারের শততম ইউএস ওপেন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস।

বুধবার লড়াই চলে ফেদেরার ও দিমিত্রভের মধ্যে। টানটান চার সেটের পর পঞ্চম সেটে ২৮ বছরের তরতাজা দিমিত্রভের বিরুদ্ধে আর লড়াই ধরে রাখতে পারেননি ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার। এই প্রথম তার বিরুদ্ধে জিতলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৭৮ নম্বরে থাকা দিমিত্রভ। ৩ ঘণ্টা ১২ মিনিটের খেলার ফল ৬-৩, ৪-৬, ৬-৩, ৪-৬, ৬-২।

৬-৩ এ প্রথম সেট কর্তৃত্বের সঙ্গে জিতে শুরুটা বেশ ভালোই করেছিলেন সুইস তারকা। তবে দ্বিতীয় সেটেই ম্যাচে ফিরে আসেন দিমিত্রভ। এরপর শুরু হয় অপ্রতিরোধ্য লড়াই। তবে জয়ের হাসি হাসেন বুলগেরিয়ার তরুণ। তিনিই হলেন সবচেয়ে কম র‌্যাঙ্কের গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালিস্ট।

ফেদেরার না পারলেও মেয়েদের সিঙ্গেলসে সেমিফাইনালে ওঠেন সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনে ১০০তম ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠেন তিনি। কোয়ার্টার ফাইনালে ওয়াং কিয়াংকে হেলায় হারান সেরেনা। ৪৪ মিনিটের ম্যাচের ফল ৬-১, ৬-০।