চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচের ইতিহাস

প্রথম খেলোয়াড় হিসেবে ‘এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স ১০০০’ প্রতিযোগিতার ৯টি টুর্নামেন্টের সবগুলো জয়ের ইতিহাস গড়লেন নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রে সিনসিনাটি মাস্টার্সের হাইভোল্টেজ ফাইনালে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে হারিয়ে এই কীর্তিতে নাম লেখান তিনি।

ফেদেরারের বিপক্ষে সরাসরি সেট ৬-৪, ৬-৪ গেমের জয় নিয়ে কোর্ট ছাড়েন সার্বিয়ান সুপারস্টার। প্রতিযোগিতামূলক ম্যাচে ফেদেরারের বিপক্ষে ২৪-২২ ব্যবধানে এগিয়ে গেলেন জোকোভিচ।

টেনিসে গ্র্যান্ডস্লাম ও এটিপি ফাইনালস’র পর তৃতীয় সেরা প্রতিযোগিতা মাস্টার্স ১০০০। এর আওতায় রয়েছে ৯টি ইভেন্ট।

এগুলো হলো যথাক্রমে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স, মিয়ামি ওপেন, মন্টে কার্লো মাস্টার্স, মাদ্রিদ ওপেন, ইতালিয়ান ওপেন, কানাডিয়ান ওপেন, সিনসিনাটি মাস্টার্স, সাংহাই মাস্টার্স ও প্যারিস মাস্টার্স। প্রথমবার সিনসিনাটি ট্রফি উঁচিয়ে ধরলেন ১৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ।

শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৬-এ উঠে এসেছেন সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ফেদেরারের দ্বিতীয় স্থান অপরিবর্তিত। শীর্ষে রাফায়েল নাদাল।