চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফুল চাষ বাড়ছে সাভারের বিরুলিয়ায়

ফুল চাষ বাড়ছে সাভারের বিরুলিয়ায়। অন্য ফসলের তুলনায় ফুল আবাদেই বেশী আগ্রহী সেখানকার কৃষক। গোলাপ বাগান করে সাফল্যের মুখ দেখেছেন প্রায় ৯০ শতাংশ কৃষক।

বহু বছর আগে ঢাকার সাভার উপজেলায় কয়েকজন কৃষকের হাত দিয়ে স্বল্প পরিসরে শুরু হয় ফুলের চাষ। এখন এ উপজেলায় ফুল চাষ হচ্ছে প্রায় আড়াইশ’ হেক্টর জমিতে। বাগানে বাগানে ছড়িয়ে গেছে গোলাপ ছাড়াও জারবেরা, গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুলের আবাদ।

কৃষক বলছেন, এটা বেশ লাভজনক। এটা চাষ করে বছর শেষে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হয়। আবার যে চারা থেকে যায় সেটা বিক্রি করেও ভালো টাকা আয় হয়।

ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরের পাইকারি বাজারে পৌছে যাচ্ছে সাভারের ফুল। ফেব্রুয়ারি মাস ফুল চাষ ও ব্যবসায়ীদের বড় মৌসুম। তাই সবার ব্যস্ততা এখন তুঙ্গে।

পাইকাররা বলছেন, এখন একবাণ্ডিল গোলাপ ১৬০০ টাকা বিক্রি হচ্ছে। সামনে ভালোবাসা দিবস আসছে, তখন একবাণ্ডিল গোলাপ ৪০০০ টাকায় বিক্রি হবে। সারা বছরই ফুলের চাহিদা থাকে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, মোস্তাপাড়া, কাকাবর, সাদুল্লাপুরসহ বেশ কয়েকটি গ্রামে বাহারি ফুলের চাষ হচ্ছে।