চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফুটবলে হতাশার শুরু

সাউথ এশিয়ান গেমসে তায়কোয়ান্দোতে সোনা আর কারাতে জোড়া ব্রোঞ্জ আসার আনন্দের দিনে হতাশ করেছে বাংলাদেশ ফুটবল দল। ভুটানের কাছে হেরে শুরু করেছে ডেমি ডের শিষ্যরা।

সোমবার ভুটান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০তে হেরে এসএ গেমসের আসর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুর ভাগেই গোল হজম করে বাংলাদেশ। শেষপর্যন্ত সেটি শোধ দিতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

কাঠমান্ডুতে ১৩তম এসএ গেমসে এদিন তায়কোয়ান্দোতে এসেছে বাংলাদেশের প্রথম সোনার পদক। তায়কোয়ান্দোর ২৯ বা এর বেশি ওজনের ইভেন্ট পুমসে পদক এনেছেন দীপু চাকমা। লাল-সবুজদের তৃতীয় পদক এবং প্রথম সোনার পদক এনে দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য দীপু।

সকালে এবারের আসরে বাংলাদেশকে প্রথম পদক দেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতে ইভেন্টে মেয়েদের এককে ব্রোঞ্জ এনেছেন তিনি। সাদদোবাদোর সুইমিংপুল কমপ্লেক্সে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন অন্তরা। তার কিছু পরেই ছেলেদের এককে কারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান।