চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফুটবলের বিশ্বকাপ ভেন্যুতে চলছে ক্রিকেট

২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ভেন্যু আল বায়াত। কাতারের বৃহত্তম শহর আল খুরে অবস্থিত স্টেডিয়ামটি। এখানেই অনুষ্ঠিত হবে ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

এরই মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে স্টেডিয়ামের। নির্মাণশৈলীও নজর কাড়বে যে কারো। আরবদের ঐতিহ্য তাঁবু’র আদলে নির্মাণ করা হয়েছে স্টেডিয়ামটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আল খুর শহরে প্রায় ২০ হাজার বিভিন্ন দেশের প্রবাসীর বাস। তারা বেশ উচ্ছ্বসিত এই স্টেডিয়ামটি নিয়ে। উদ্বোধনের অপেক্ষায় থাকা স্টেডিয়ামটিতে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকে প্রবাসী। স্টেডিয়ামের আশেপাশে চলে পিকনিক।

এমনই কিছু ভারতীয় পরিবারকে দেখা গেলো আল বায়াত স্টেডিয়ামের সামনে এসে পারিবারিক সময় কাঁটাতে। স্টেডিয়াম ফুটবলের হলেও বাইরের কেউ এলে মনে করবেন এ যেন ক্রিকেটের স্টেডিয়াম। পিকনিক করতে এসে ভারতীয়রা মরুর দেশে খেলে যাচ্ছেন ক্রিকেট। সেই তালিকা থেকে বাদ গেলো না ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ভেন্যুও!