চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস: পাতাল লোক-ফ্যামিলি ম্যানের জয়জয়কার

করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছে দর্শক। আর তাই ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড নিয়ে কৌতূহলের শেষ ছিল না সিনেমাপ্রেমীদের। শনিবার সব অপেক্ষার অবসান হলো। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে জয়জয়কার ‘পাতাল লোক’ এবং ‘ফ্যামিলি ম্যান’-এর।

এক নজরে দেখে নিন এবছরের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস জয়ীদের তালিকা।

সেরা সিরিজ: পাতাল লোক
সেরা নির্মাতা: অবিনাশ অরুণ এবং প্রোসিত রায় (পাতাল লোক)
সেরা সিরিজ (সমালোচক): দ্য ফ্যামিলি ম্যান
সেরা নির্মাতা (সমালোচক): কৃষ্ণ ডিকে এবং রাজ নিডিমরু (দ্য ফ্যামিলি ম্যান)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): জয়দীপ আলাওয়াত (পাতাল লোক)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): সুস্মিতা সেন (আর্য)
সেরা অভিনেতা (সমালোচক): মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)
সেরা অভিনেত্রী (সমালোচক): প্রিয়মনি (দ্য ফ্যামিলি ম্যান)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): জিতেন্দ্র কুমার (পঞ্চায়েত)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): মিথিলা পলকর (লিটল থিংস সিজন থ্রি)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): অমিত সাধ (ব্রেথ: ইনটু দ্য শ্যাডোজ)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): দিব্য দত্ত
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): রঘুবীর যাদব (পঞ্চায়েত)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): নীনা গুপ্তা (পঞ্চায়েত)
সেরা কমেডি সিরিজ: পঞ্চায়েত
সেরা সিনেমা: রাত আকেলি হ্যায়
সেরা অভিনেতা (ওয়েব ফিল্ম): নওয়াজউদ্দিন সিদ্দিকি
সেরা অভিনেত্রী (ওয়েব ফিল্ম): তৃপ্তি দামরি (বুলবুল)
সেরা পার্শ্ব অভিনেতা (ওয়েব ফিল্ম): রাহুল বোস (বুলবুল)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ওয়েব ফিল্ম): সীমা পাহওয়া (চিন্টু কা বার্থডে)
সেরা মৌলিক গল্প (সিরিজ): পাতাল লোক
সেরা চিত্রনাট্য (সিরিজ): সুদীপ শর্মা (পাতাল লোক)
সেরা সংলাপ: দ্য ফ্যামিলি ম্যান
সেরা সিনেমাটোগ্রাফি (সিরিজ): সেক্রেড গেমস সিজন টু
সেরা প্রোডাকশন ডিজাইন (সিরিজ): রজনীশ হেডাও (দ্য ফরগটেন আর্মি- আজাদি কে লিয়ে)
সেরা পোশাক ডিজাইন (সিরিজ): আয়েশা খান্না (দ্য ফরগটেন আর্মি- আজাদি কে লিয়ে)
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক (সিরিজ): অলোকনন্দা দাশগুপ্ত (সেক্রেড গেমস সিজন টু)
সেরা মৌলিক গান (সিরিজ): আদভাইত নেমলেকর