চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিল্ডিং নিয়ে অখুশি নন কোচ

চট্টগ্রাম থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে অভিষিক্ত খালেদ আহমেদ পেতে পারতেন তিন উইকেট। ফিল্ডারদের ক্যাচ মিসে এ পেসারকে থাকতে হয়েছে উইকেটশূন্য! সিলেট ও মিরপুরে দুই ম্যাচের সিরিজজুড়েই বাংলাদেশের ফিল্ডারদের মাঝে দেখা গেছে সুযোগ হাতছাড়ার একইরূপ।

ক্যাচ হাতছাড়া নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও শিষ্যদের আগলেই রাখছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুক। বরং ফিল্ডারদের মানসিকতায় খুশি এ সাউথ আফ্রিকান।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে কুক বললেন, ‘ফিল্ডিং নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতায় আমি খুশি। ওদের বেশ উন্নতি হয়েছে।’

‘তবে মানের কথা বললে, সাউথ আফ্রিকার ব্যাপারটি হল, সেখানে অনেকের উদাহরণ আছে সামনে। কেউ হয়তো জন্টি রোডস বা হার্শেল গিবসের মতো হতে চায়। আর এখানকার ক্রিকেটাররা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে। ওদের তাই ভালো থেকে আরও ভালো হতে হবে।’

নিজ দেশে কোনো আইকন থাকলে খেলোয়াড়দের প্রচেষ্টা বাড়ে বলেই মনে করেন কুক। স্বপ্ন দেখছেন বাংলাদেশের ফিল্ডাররা প্রত্যাশিত জায়গাটায় পৌঁছাবে নিজেদের প্রচেষ্টায়।

‘সামনে কোনো আদর্শ না থাকা তাই একটি ব্যাপার। আমি চাই, নিজেদের মানদণ্ড ওরা নিজেরা তৈরি করুক। অবশ্যই ওদেরকে চেষ্টা করতে হবে বিশ্বের সেরা ফিল্ডিং দল হতে। এই সামর্থ্য ওদের আছে।’