চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিলিস্তিন-ইসরাইল সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা চায় বাংলাদেশ

ফিলিস্তিন-ইসরাইল সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা পালনে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সাক্ষাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিন সংঘাতের বাইরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, যুক্তরাষ্ট্রে যেতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার এবং করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে: যুক্তরাষ্ট্রের কাছ থেকে করোনাভাইরাসের টিকা চেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে আগামী দু-একদিনের মধ্যে জবাব দেবে যুক্তরাষ্ট্র। বিষয়টি দেশটির সক্রিয় বিবেচনায় রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী এক-দুদিনের ভেতর উত্তর পাওয়া যাবে। ইতোমধ্যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে সঙ্গে যোগাযোগ করেছে। মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতায় এখানে টিকা উৎপাদন করা যায় না সেটা নিয়ে তারা আলোচনা করছে। তবে এটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা।