চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘নায়িকা হিসেবে যেমন, গায়িকা হিসেবেও ফারিয়া দারুণ’

নিজ উদ্যোগে আগেই দুটি গান ভিডিও দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। এবার তিনি ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এর জন্য গাইলেন। একা নয়, চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন এই নায়িকা!

এটি পুরোপুরি মৌলিক গান। গানের শিরোনাম ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর সংগীত করেছেন সময়ের তুমুল জনপ্রিয় সংগীত তারকা ইমরান নিজেরই।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, নায়িকা হিসেবে যেমন, গায়িকা হিসেবেও ফারিয়া দারুণ গেয়েছেন। ইমরান বলেন, নুসরাত ফারিয়া আগেও গান করেছে। এ গানটি স্টেজ পারফর্মেন্সের জন্য করা।

স্টেজ পারফর্মে ডান্স ফরম্যাটে গান বেশি হয়। কিন্তু ইমরানের সঙ্গে একেবারেই রোম্যান্টিক গান গেয়েছেন নুসরাত ফারিয়া। তিনি মনে করেন, গানটি অনেকদিন বেঁচে থাকবে। বললেন, অনেক সুন্দর কাজ হয়েছে। আমার আগের দুটি গান থেকে এটি একেবারেই আলাদা। ইমরানের কাজগুলো অনেক গোছানো। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও চমৎকার।

ইমরান বলেন, গানটি গাওয়ার পাশাপাশি আমরা দুজনেই স্টেজ পারফর্ম করবো এ গানের মাধ্যমে। এর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর জন্য পূর্ণিমা আপুর সঙ্গে স্টেজে পারফর্ম করেছিলাম। সেটাই অন্যরকম ফ্লেভার ছিল। আধুনিক মিউজিকে এবারও ভিন্ন ফ্লেভার রাখার চেষ্টা করেছি।

১০ ডিসেম্বর রাতে ঢাকার ফোর সিজন হোটেলে বসছে এবারের উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডের আসর। সেখানে ইমরান-নুসরাত ফারিয়ার পারফর্মেন্স ছাড়াও থাকছে নানা চমক।

পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো: শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, উচ্চাঙ্গসংগীত ও উচ্চাঙ্গসংগীত যন্ত্র।

গত বছর আজীবন সম্মাননা পেয়েছেন আধুনিক গানে রফিকুল আলম ও গণসংগীতে ফকির আলমগীর।