চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে পেল রিয়াল

স্প্যানিশ সুপারকাপের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় তুলে নিয়েছে অ্যাথলেটিক বিলবাও। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

ম্যাচে এগিয়ে থেকেও শেষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দিয়াগো সিমেওনের দল।

ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বিলবাওয়ের। তবে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন উইলিয়ামস। এরপর দু দল সমান তালে লড়াই করলেও বিরতির আগে গোল পায়নি কোন দল।

বিরতি থেকে ফিরেই আক্রমণের গতি বাড়ায় মাদ্রিদ। ম্যাচের ৬২ মিনিটে নিজেদের প্রথম ও একমাত্র গোল পায় মাদ্রিদ। উনাই সিমোনের সহজ হেডার গ্রিপ করতে তালগোল পাকালে গোল উৎসবের মুহূর্ত পায় মাদ্রিদ সমর্থকরা।

এর পরপরই খোলস ছেড়ে বেড়িয়ে আসে বিলবাও। ম্যাচের ৭৭ মিনিটে কর্নার কিক থেকে মাথা ছুঁইয়ে ম্যাচে সমতায় ফেরায় ইয়েরে আলভারেজ।

সমতায় ফিরে খেলার গতি আরো বাড়ায় বিলবাও। সে গতির কাছে ৮১ মিনিটে আবার পরাজিত হয় মাদ্রিদ গোল কিপার। জোড়াল কিকে গোল জালে পাঠিয়ে ম্যাচ ছিনিয়ে নেয় নিকো উইলিয়ামস।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও কোন লাভ হয়নি মাদ্রিদের। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ে জোসে গিমেনেজকে লাল কার্ড দেখতে হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে বিলবাওয়ের মুখোমুখি হবে আসরের সবচেয়ে শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ।