চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফরিদপুর চিনিকল শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি: বকেয়া বেতন ভাতার দাবিতে ফরিদপুর চিনিকলের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা বিক্ষোভ করেছে ।

ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে বুধবার সকালে চিনিকলের প্রধান ফটকের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে।

মজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো.হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও কর্মচারী আব্দুল বারী।

বক্তরা বলেন, চিনিকলের কর্মরত প্রায় ৮শত শ্রমিক কর্মচারী গত ফেব্রয়ারি, মার্চ ও চলতি এপিল মাসের বেতন না পেয়ে আর্থিক সংকটে দিন অতিবাহিত করছে। করোনা ভাইরাসের কারণে বাজারে নিতপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এত করে অভাব অনটনে মানবেতর জীবযাপন করছে। তাই অবিলম্বে বকেয়া বেতন ভাতা পাওয়ার জোর দাবি জানান তারা।