চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফরিদপুরের চরাঞ্চলে বাদাম চাষে কৃষকের সাফল্য

আবহাওয়া অনুকূলে থাকায় ফরিদপুরে এ বছর বাদামের ফলন ভালো হয়েছে। সেইসঙ্গে কীটনাশক ও সারের দাম কম হওয়ায় বাদাম চাষ করে স্বাবলম্বী হয়েছেন এলাকার অনেক কৃষক।

রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরসহ বিভিন্ন চরাঞ্চলের পাঁচ লাখ হেক্টর আবাদী জমির মধ্যে ৫০ হাজার হেক্টর জমিতে এ বছর বাদাম চাষ হয়েছে।

চরাঞ্চলের বেলে মাটিতেই বাদামের আবাদ ভালো হয়। কৃষকরা জানালেন গতবারের চেয়ে এ বছর ফলন পাওয়া গেছে ভালো।

মাঘ মাসে আবাদ করে জৈষ্ঠ্য মাসে বাদাম তোলেন কৃষক। বাদাম চাষ করে পাল্টে গেছে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা।

চরাঞ্চলে নতুন জাতের বাদাম চাষের পরিকল্পনা ও প্রকল্প দুটোরই প্রয়োজন বলে মনে করে কৃষি বিভাগ।

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খসরু মিয়া বলেন, এবারে নানান নতুন জাতের বাদাম চাষ হচ্ছে। কৃষি অধিদপ্তরের পরামর্শে কৃষকরা নানান কিছু করছেন বলে বাদাম উৎপাদন দিন দিন বাড়ছে।

বাজারে প্রতি মণ বাদাম বিক্রি হচ্ছে দু’হাজার থেকে ২৩শ’ টাকায়।