চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্লুটোর খুব কাছে নাসার মহাকাশযান

১৪ জুলাই মহাকাশ অভিযান ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে। ইতিহাস গড়তে যাচ্ছে নাসার মহাকাশযান নিউ হরাইজোনস। বামন-গ্রহ প্লুটো থেকে আর মাত্র কয়েকহাজার কিলোমিটার দূরে অবস্থান করছে নাসার এই মনুষ্যবিহীন মহাকাশযানটি।

তুষারাবৃত বামন-গ্রহের আশপাশে ঘুরে আসা প্রথম মহাকাশযান হিসেবে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে নিউ হরাইজোনস। প্লুটো পরিভ্রমণের মাধ্যমে ৯ বছরের দীর্ঘ মহাকাশ যাত্রায় বড় মাইল ফলকের দেখা পেলো নাসার এই মহাকাশযানটি।

প্লুটো ছাড়াও প্রায় ১৭ হাজার মাইল পাড়ি দিয়ে প্লুটোর চাঁদ বলে পরিচিত চ্যারন নামের উপগ্রহ সদৃশ অঞ্চলেও ঘুরে আসবে নিউ হরাইজোনস। ইতিমধ্যে প্লুটো ও চ্যারনের বেশ কয়েকটি চমৎকার ছবি নাসার কাছে পাঠিয়েছে মহাকাশযানটি।

প্রতি সেকেণ্ডে ১৪ কিলোমিটার বেগে অদেখা বামন-গ্রহ প্লুটোর কাছে পৌঁছে যাচ্ছে পৃথিবীর প্রথম কোনো মহাকাশযান।