চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্লুটোর কাছাকাছি নভোযান নিয়ে গুগলের ডুডল

প্লুটো। ১৯৩০ সালে আবিস্কারের পর থেকেই সূর্য পরিবারের নবম সদস্য হিসেবে পরিচিত ছিলো প্লুটো। ২০০৬ সালে এসে সেই পরিবার থেকে বিতাড়িত হলেও আখ্যা মেলে ‘বামন গ্রহ’ হিসেবে। এই প্লুটো নিয়েই চলছে অনেক গবেষণা।

প্লুটোর উদ্দেশে পাঠানো হয়েছে নভোযান ‘নিউ হরাইজনস’। ২০০৬ সালে প্লুটোর উদ্দেশে যাত্রা শুরু করা নিউ হরাইজনস আজ পৌঁছাবে প্লুটোর সবচেয়ে কাছে।

তারপরও প্লুটো এবং নিউ হাইজনসের দূরত্ব থাকবে ১২ হাজার কিলোমিটার।

প্লুটো ও নিউ হরাইজনসের বিশেষ এই সময়কে শুভকামনা জানিয়েছে গুগল। প্রকাশ করেছে ডুডল।

‘গুগলডটকম’ সার্চ ইঞ্জিনে ক্লিক করতেই দেখা যাচ্ছে গুগলের ‘o’ অক্ষরটি একটু ভিন্নভাবে লেখা। সেটা প্লুটোর মতো করেই অ্যানিমেশন করা। আর একটি নভোযান যেনো সেটার খুব কাছ দিয়ে চলে যাচ্ছে, এমনটাই দেখানো হচ্ছে গুগল ডুডলে।