চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘প্রয়োজনে’ শরণার্থীদের গুলি করতে বললেন জার্মান নেতা

জার্মানির ডানপন্থী পপুলিস্ট পার্টির একজন নেতা বলেছেন, দেশে শরণার্থীদের অধৈবভাব প্রবেশ ঠেকাতে ‘প্রয়োজনে’ পুলিশ গুলি চালাতে পারে।

অলটানেটিভ ফুয়ের ডয়েসল্যান্ড (এএফডি) ফ্রাউকি পেটরি আঞ্চলিক একটি পত্রিকাকে বলেন, ‘আমি এমনটা চাই না, তবে নিরাপত্তাবাহিনী শেষ অবলম্বন হিসেবে এটা করতে পারে।’

জার্মান বামপন্থী দলগুলোর পাশাপাশি পেটরির বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে দেশটির পুলিশ ইউনিয়ন। পেটরির বক্তব্যকে মৌলবাদী ও অমানবিক মানসিকতার পরিচায়ক বলে উল্লেখ করেছে তারা।

ম্যানহেইমার পত্রিকাকে পেটরি বলেন, ‘পুলিশকে অবশ্যই অস্ট্রিয়া থেকে শরণার্থীদের অবৈধ প্রবেশ বন্ধ করতে হবে। এ জন্য তারা গুলিও করতে পারে। এতে আইন যাই বলুক।’

গত বছর জার্মানিতে ১১ লাখ শরণার্থী প্রবেশ করেছে। যা ২০১৪ সালের তুলনায় পাঁচগুণ।

শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মেরকেল বলেছেন, দেশে প্রবেশ করা শরণার্থীদের বেশিরভাগই সিরিয়া ও ইরাকের নাগরিক। যুদ্ধ শেষ হলে তারা দেশে ফিরে যেতে পারে।