চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের ‘কষ্টের জাদুঘর’!

ইজাজ মিলনের গল্পে নির্মিত চ্যানেল আইয়ের মাঝদুপুরের টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট ’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে

স্ত্রী মুমতাজ মহলকে অকালে হারানোর শোকে মোগল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন ‘তাজমহল’ এর মতো দর্শনীয় স্থাপনা! ইতিহাসে এমন কাহিনী অসংখ্য! কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে কেউ কি ‘কষ্টের জাদুঘর’ এর মতো স্থাপনা বানাতে কাউকে দেখেছেন?

না, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তবে বুধবার (৫ মে) দুপুরে ঘটতে যাচ্ছে টিভি পর্দায়!

বর্তমান সময়ে প্রায় অধিকাংশ মানুষ বহু কষ্ট বুকে চাপা রেখে বেঁচে আছেন। একেক মানুষের কষ্ট একেক রকম। প্রতিটি মানুষের কষ্টের রঙ আলাদা। কষ্ট ছাড়া মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। তেমনি একজন মানুষ অপূর্ব।

যার কষ্ট লক্ষ কোটি মানুষের কষ্টের চেয়ে আলাদা। সারা নামক একটি মেয়েকে ভালোবেসে ছিলো মন উজাড় করে। সেই সারা  তাকে বিয়ে না করে বিয়ে করে জাহিদকে। কারণ, সারার বাবা হার্টের রোগী। সারা বাবাকে বাঁচাতে ভালোবাসাকে কোরবানি দেয়। অপূর্ব সারার ভালোবাসা না পেয়েও সারার জন্য একটি জাদুঘর নির্মাণ করে। সেই জাদুঘর পৃথিবীতে প্রথম চিন্তাধারার।

দুনিয়ায় বিভিন্ন পার্ক, বিনোদন মূলক জায়গা, চিরিয়াখানা, সমুদ্রবিচ সব পর্যটনমূলক স্থাপনায় সবাই আনন্দ করতে যায়। কিন্তু প্রাণভরে কষ্ট-বেদনা ও কান্নার জন্য কোনো স্থাপনা নেই, যেখানে গিয়ে মানুষ দুঃখ-বেদনা-কষ্ট ভুলে যাবে। অপূর্ব এমনি একটি জাদুঘর নিমার্ণ করে। দুনিয়াব্যাপী এমন ঘটনা নিয়ে হইচই পড়ে যায়।

কথাসাহিত্যিক ও দৈনিক সমকালের সাংবাদিক ইজাজ আহমেদ মিলনের ভিন্নিধর্মী ও চমৎকার এই গল্পে কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলালের চিত্রনাট্যে নির্মিত হয়েছ টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’। যা নির্মাণ করেছেন নির্মাতা আদিত্য জনি। প্রযোজনা করেছেন পুলক প্রাঙ্গণ।

অপূর্ব চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নুর সজল, সারা চরিত্রে হিমি, জাহিদ চরিত্রে মারজুক রাসেল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা, রতন, শায়মা রুশো, আনোয়ার, শোরমী,রুশ খান,পারভীন আকতার প্রমুখ।

চ্যানেল আইয়ে লাক্স মাঝদুপুরের টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’ প্রচার হবে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে।