চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রীতি জিনতার দুই দল

এতদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কিংস ইলেভেন পাঞ্জাবের সহ মালিকানায় ছিলেন প্রীতি জিনতা। এবার তিনি আরও একটি দলের মালিক হয়েছেন। তবে সেটি ভারতে নয়, সাউথ আফ্রিকায়। সেখানে ঘরোয়া টি টুয়েন্টি গ্লোবাল লিগে দল কিনেছেন তিনি।

তিনি যে স্টেলেনবশ ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন তা টুইটারে নিশ্চিত করেছেন সাউথ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী হারুন লরগাত। ৩০ মিলিয়ন ডলার খরচ করে স্টেলেনবশ ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছেন প্রীতি। সাউথ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিস এই দলের অধিনায়ক।

দল কেনা প্রসঙ্গে প্রীতি বলেন, ‘এটা পরিকল্পিত ছিল না। হঠাৎ করেই কেনা হলো। এতদিন কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে আছি, এখন গল্পটা আরও আলাদা হবে। কিংস ইলেভেন পাঞ্জাব চালানোর মতো আশা করছি স্টেলেনবশ চালাতেও ভাল লাগবে।’

বলিউডের আরেক তারকা শাহরুখ খান প্রথম আফ্রিকান ক্রিকেট লিগে দল কিনেছিলেন। তার দলের নাম কেপটাউন নাইট রাইডার্স। শাহরুখের পর দ্বিতীয় ভারতীয় নাগরিক এবং বলিউড তারকা হিসেবে দল কিনলেন প্রীতি জিনতা। ডেকান ক্রনিকল