চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রিমিয়ার থেকে কারা চ্যাম্পিয়ন্স লিগে, কারা ইউরোপায়

নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে আসর শেষ করেছে চ্যাম্পিয়ন লিভারপুল। রানার্সআপ ম্যানচেস্টার সিটি উড়িয়ে দিয়েছে নরউইচ সিটিকে। রোববার রাতে এমন উৎসবের সাথে পর্দা নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের। সঙ্গে ঠিক হয়ে গেছে কারা খেলবে আসছে চ্যাম্পিয়ন্স লিগে, কারা ইউরোপায়।

লিগের শেষ রাতে নিউক্যাসলের মাঠ থেকে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে ইয়ূর্গেন ক্লপের লিভারপুল। নরউইচকে সেখানে ঘরের মাঠ ইতিহাদে ৫-০ গোলে ডুবিয়েছে পেপ গার্দিওলার ম্যানসিটি।

লিভারপুল তো শিরোপাই নিয়েছে, ৩৮ ম্যাচে ৯৯ পয়েন্ট নিয়ে শেষ করল আসর। ম্যানসিটি রানার্সআপ, ৮১ পয়েন্ট নিয়ে থাকল টেবিলের দুইয়ে। তারা খেলবে চ্যাম্পিয়ন্স লিগে।

ইপিএল থেকে উয়েফা সেরার লড়াইয়ে যাওয়া বাকি দুদল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৬ পয়েন্টে চেলসি টেবিলের তিনে। ম্যানইউ সমান পয়েন্টে গোলপার্থক্যে চারে থেকে ইতি টেনেছে।

৬২ পয়েন্টে ইপিএল টেবিলের পাঁচে থাকা লেস্টার সিটিকে ইউরোপা লিগে খেলতে হবে আসছে মৌসুমে। ৬৯ পয়েন্টের টটেনহ্যাম হটস্পার খেলবে ইউরোপার বাছাইপর্বে।

প্রিমিয়ার লিগ থেকে সদ্যগত মৌসুমে অবনমন হয়েছে ৩৪ পয়েন্ট তুলতে পারা এফসি বোর্নমাউথের, সমান পয়েন্টের ওয়াটফোর্ড ও ২১ পয়েন্টের নরউইচ সিটির।