চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রিন্সেস ডায়নার স্মৃতিকে সজীব রেখেছে ‘ক্যাফে ডায়না`

প্রিন্সেস ডায়নার স্মৃতিকে সজীব করে রেখেছে ‘ক্যাফে ডায়না’। যুক্তরাজ্যের লন্ডনের এই ক্যাফেটিতে ঢুঁ মেরে স্মৃতিকাতর হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা।

দুই দশক আগে প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হলেও ‘ক্যাফে ডায়না’ একদমই ভুলতে দেয়নি প্রিন্সেস ডায়নাকে। লন্ডনের কেনসিংটন প্যালেসের কাছে অবস্থিত ক্যাফেটি সাজানো ডায়নার অসংখ্য ছবি দিয়ে। এছাড়া রয়েছে ডায়নার লেখা চিঠিও। ডায়না বেঁচে থাকতেই ১৯৮৯ সালে এটি চালু করা হয়। ক্যাফের মালিক আবদুল দাউদ জানান, এটা চালু করার তিন সপ্তাহ পর এই ক্যাফেতে আসেন প্রিন্সেস ডায়না। তাঁর নামে এটি খোলা হয়েছে জেনে তিনি খুব খুশিও হন।