চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রার্থিতা বাতিল হওয়া আসনে পুনঃতফসিল চায় বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে শেষ সময়ে উচ্চ আদালতের আদেশে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের বাতিল করা হয়েছে, সেসব আসনে পুনঃতফসিল বা বিকল্প প্রার্থী চেয়েছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এ বিষয়ে একটি চিঠি পৌঁছে দেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার।

সিইসি কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দলটি।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আইনানুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর যে কোনো বিষয়ে ইসির সিদ্ধান্ত চূড়ান্ত জানতাম। কিন্তু আমাদের প্রার্থীদের নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার পর আদালত তা বাতিল করছেন। নির্বাচন কমিশন বৈধ ঘোষণার পর আদালত অবৈধ ঘোষণা করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

তিনি আরো বলেন, ইসির ভুলে আমরা কেন শাস্তি পাব, এই দায়তো আমাদের হতে পারে না। নির্বাচনে ক্ষমতাসীন দলকে ওয়াকওভার দেওয়া হচ্ছে। এই অবস্থায় আমরা নির্বাচন কমিশনের কাছে দুটি প্রস্তাব করেছি।

প্রথমত আমাদের যে ৮ আসনে বা আরো যেসব আসনে আদালতের রায়ে প্রার্থী শূন্য হয়েছে বা হবে, সেসব আসনে পুনঃতফসিল দেওয়া হোক অথবা আমাদের অন্য যে বৈধ প্রার্থী ছিল তাদের মধ্য প্রার্থিতা দেওয়া হোক। এসব বিষয়ে নির্বাচন কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির এ নেতা।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঐক্যফ্রন্টের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৮টি আসনে বিএনপির প্রার্থীরা বাদ পড়েছেন। আসনগুলোর মধ্যে রয়েছে জামালপুর-৪, বগুড়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪, রংপুর-১, ময়মনসিংহ-৮, ঝিনাইদহ-২, জয়পুরহাট-১, রাজশাহী-৬।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিভিন্ন বিচ্যুতির কারণে বিএনপির আরো কিছু আসন প্রার্থী শূন্য হয়ে যেতে পারে। ইসি সচিব জানিয়েছেন, জামায়াতের যেসব প্রার্থী ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন তাদের ব্যাপারে আগামী ২৪ ডিসেম্বর সিদ্ধান্ত হবে।