চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

আগামীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ দিয়ে প্রকল্প নেবে সরকার।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা এমন নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার এনইসি সম্মেলন কেন্দ্রে একনেকের ওই
বৈঠকে ১ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, দেশে এই মুহূর্তে বেদে, কুমোর, জেলে, স্বর্ণকার, নাপিতসহ প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। এই বিপুল জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় আনতে না পারলে সামগ্রিকভাবে উন্নয়ন টেকসই হবে না। এই সম্প্রদায়ের জন্য প্রকল্প নেবে সরকার।

বৃহত্তর খুলনায় ভৈরব নদীর সঙ্গে সংযুক্ত কপোতাক্ষ এবং মাথাভাঙ্গা নদীর পানি প্রবাহ বাড়াতে ২৭২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এতে কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ বেঁচে যাবে বলে মনে করছেন পরিকল্পনা মন্ত্রী।