চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রাণোচ্ছল ‘ঢাকা লিট ফেস্ট’

ঢাকা লিট ফেস্টের নবম আসর চলছে। প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমিতে করা হয়েছে এ আয়োজন। আব্দুল করিম সাহিত্যবিশারদ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং বাংলাদেশি বংশোদ্ভূত ও ম্যানবুকার পুরস্কারে চূড়ান্ত তালিকায় মনোনীত লেখক মনিকা আলী। এসময় উপস্থিত ছিলেন লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ ও সাদাফ সায্, আহসান আকবর, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত আট বছরে বিজ্ঞানী, চিকিৎসক, গণিতবিদ—সবার পদচারণা ছিল লিট ফেস্টে। উৎসবে দেশী-বিদেশী সাহিত্যিকরা তাদের মুক্তচিন্তা, লেখালেখি, কাজ নিয়ে নানা আলাপ-আলোচনা তুলে ধরেন।
শিশুদের সাথে শিক্ষামন্ত্রী দীপু মনি।
ঢাকা লিট ফেস্ট ২০১৯-এ ‘ব্যতিক্রমী ও বহুতত্ত্ব, দেশি ও বিদেশি ভাষা এবং সংস্কৃতি, নারীদের শক্ত আওয়াজ ও বাকস্বাধীনতা’র ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ঢাকা লিট ফেস্ট শেষ হবে ৯ নভেম্বর। প্রতিদিনের আয়োজন চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এ বছর প্রায় দুই শতাধিক বক্তা, পারফরমার ও চিন্তাশীল লেখক লিট ফেস্টের আয়োজনে যোগ দিচ্ছেন।