চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃষ্টান্ত

আর্জেন্টিনা ও ব্রাজিল সীমান্তে অবস্থিত একটি জলপ্রপাত। ইগুয়াজু জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে ইগুয়াজু নামক নদী থেকে। ১৫৪২ সালে ইধনবুধ উধঠধপধ নামক এক ইউরোপীয়ান সর্বপ্রথম জলপ্রপাতটি আবিষ্কার করেন। তিনি জলপ্রপাতের নাম দেন সেন্ট মেরির জলপ্রপাত। পরবর্তিতে ইগুয়াজু জলপ্রপাত নামে পরিচিতি পায়।
ইগুয়াজু জলপ্রপাতটির উচ্চতা প্রায় ৬০-৮০ মিটার। এর দৈর্ঘ্য প্রায় ২.৭ কিলোমিটার। প্রতি সেকেন্ডে প্রায় ১৭৫৬ ঘনমিটার পানি নিচে পড়ে।