চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল হচ্ছে রামসাগর খাল

মাগুরার মহম্মদপুরের রামসাগর খাল দখল করে প্রভাবশালীদের ছত্রছায়ায় বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে পানি প্রবাহ।

মধুমতি নদী থেকে উৎপত্তি রামসাগর খাল। এটি মহম্মদপুর উপজেলা হয়ে কাতাসুরের বিলে গিয়ে মিশেছে। চারশ’ বছরের পুরনো সরকারি এ খালটি দিন দিন অবৈধ দখলে চলে যাচ্ছে।

উপজেলা সদরের বাউজানি এলাকায় পানি উন্নয়ন বোর্ডে স্লুইস গেট এলাকায় খালের প্রায় সবটুকু দখল হয়ে গেছে। খালের ওপরও পাকা স্থাপনা করা হয়েছে।

স্থানীদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কতিপয় ব্যক্তি ও প্রভাবশালীদের যোগসাজসে খাল দখল করা হচ্ছে।

অবৈধ দখলদার উচ্ছেদে উদ্যোগ নেয়ার কথা বলছেন স্থানীয় প্রশাসনের মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান এবং মাগুরা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এবিএম খান মুজাহেদী।

এলাকার অন্তত ১০ হাজার একর কৃষি জমিতে বর্ষায় পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে সেচের পানির যোগান দিত খালটি।