চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়াতে রফতানিমুখী কৃষি: গভর্নর

কৃষি বাজার ব্যবস্থাপনা ছাড়াও এ সংক্রান্ত বিভিন্ন গবেষণা ফল প্রান্তিক কৃষকের কাছে তুলে ধরতে বলেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ২০২৪ সাল নাগাদ প্রবৃদ্ধি বাড়ানো ও মাথাপিছু আয় বৃদ্ধির জন্য রফতানিমুখী কৃষি অর্থনীতির ওপর জোর দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবীর।

কৃষক সংগঠনগুলোর জন্য আর্থিক সেবা বৃদ্ধি বা মিসিং মিডিল ইনিশিয়েটিভ প্রকল্পের কর্মশালার উদ্বোধন করে প্রান্তিক ক্ষুদ্র কৃষক সংগঠনগুলোকে এই প্রকল্পের আওতায় আনার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কৃষকের পাশে থাকার আহ্বানও জানান তিনি।

রাজধানীর খামার বাড়িতে বার্ক অডিটোরিয়ামে দিনব্যাপী ঐ কর্মশালায় প্রকল্পের বিশেষ দিকগুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ৫৫টি কৃষক সংগঠন।

স্বাগত বক্তব্যে কিছু পরামর্শ তুলে ধরেন এফএও’র বাংলাদেশ প্রতিনিধি।

দিনব্যাপী কর্মশালায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বাণিজ্যিক ব্যাংকের আর্থিক পণ্যসেবা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: