চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রফেসর অমিত চাকমাকে ডক্টর অব সায়েন্স প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব অন্টারিও’র প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর প্রফেসর অমিত চাকমাকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. অাবদুল হামিদ।

শনিবার বাংলাদেশি বংশোদ্ভুত এ রাসায়নিক প্রকৌশলীর হাতে ডক্টর অব সায়েন্স ডিগ্রির সনদ তুলে দেয়া হয়। ১৯৫৯ সালে পার্বত্য চট্টগ্রামের চাকমা পরিবারে তার জন্ম। তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও’র ১০ম প্রেসিডেন্ট।

ঢাবি’র ৫০তম সমাবর্তনে ৯৪টি স্বর্ণপদকের জন্য ৮০ জন পদকপ্রাপ্ত, ৬১ জন পিএইচডি, ৪৩ জন এমফিল এবং ১৭ হাজার ৮৭৫ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করছেন।

সমাবর্তন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় সেজেছে অপূর্ব সাজে। রাস্তার মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ডে লেখা স্বাগতম ৫০তম সমাবর্তন। প্রতিটি ভবনে আলোকসজ্জা এবং বিভিন্ন রঙে আল্পনা আঁকা হয়েছে। সব মিলিয়ে চারিদিকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।