চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন নীরা কাদরী

শহীদ কাদরীর অন্তিম ইচ্ছা ছিলো বাংলাদেশে ফিরে আসার। মৃত্যুর পর কবিকে ব্যক্তিগত উদ্যোগে দেশে ফিরিয়ে আনা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের ব্যবস্থা করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানালেন কবির স্ত্রী নীরা কাদরী।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন প্রয়াত কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী।

নীরা কাদরী আরো বলেন, শহীদ কাদরী দেশকে এতোটাই ভালোবাসতেন যে, তিনি কখনই বাংলাদেশের পাসপোর্ট পরিত্যাগ করে মার্কিন নাগরিকত্ব গ্রহণে রাজি ছিলেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,” বঙ্গবন্ধুর কন্যা ও বাংলা সাহিত্যের ছাত্রী হিসাবে আমাদের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও ক্রীড়াবীদদের প্রতি সম্মান জানানো আমার এবং রাষ্ট্রের দায়িত্ব। আমি দায়িত্ব পালন করেছি।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদিন বীর বিক্রম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ফখরুল আলম।