চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রধানমন্ত্রীকে হটাতে একজোট মালয়েশিয়ার বিরোধীরা

প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে হটাতে একজোট হয়েছে মালয়েশিয়ার বিরোধীরা। সব মতভেদ ভুলে দেশটির রাজধানী কুয়ালালামপুরে একত্র হয় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা।

শুক্রবার সংবাদ সম্মেলন করে যৌথ বিবৃতিও দেয় তারা। রাজাকবিরোধী আন্দোলনের নেতা ও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মাহাথির বলেন, ‘নাজিবের প্রধানমন্ত্রীত্ব থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে।’

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নাজিব রাজাকের নেতৃত্বাধীন সরকারের হাত থেকে মালয়েশিয়াকে রক্ষার জন্য বর্ণ, ধর্ম, রাজনৈতিক পরিস্থিতি, বিশ্বাস, বয়স নির্বিশেষে সব মালয়েশীয়কে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

রাষ্ট্রীয় তহবিল থেকে শত শত কোটি ডলার তছরূপ করার অভিযোগে বছরজুড়েই প্রধানমন্ত্রী রাজাকের বিরুদ্ধে আন্দোলন চলছে।

রাজাক নিজে এমনকি তার পরিবারের বিলাসী জীবনযাপনের চিত্রও উঠে এসেছে গণমাধ্যমে। এতে রাজাকবিরোধী আন্দোলন আরো তীব্র হয়।

ব্যাপক দুর্নীতির অভিযোগে রাজাককে হটাতে পারস্পরিক সব মতভেদ দুরে ঠেলে একাট্টা হয়েছেন মালয়েশিয়ার বিভিন্ন ঘরানার রাজনীতিকরা। জোটবদ্ধ নেতারা রাজধানীতে সংবাদ সম্মেলন করে দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানান।