চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রথম ম্যাচে অনিশ্চিত আমির

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবারই মাঠে নামবে পাকিস্তান দল। কিন্তু নর্টিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে অনিশ্চিত পেসার মোহাম্মদ আমির। তিনি এখনো পুরোপুরি ফিট নন। দলের নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই খবর দিয়েছে জিও নিউজ অনলাইন।

খবরে প্রকাশ, নিজের ফিটনেস নিয়ে কোচ মিকি আর্থারকে অবগত করেছেন আমির। শতভাগ ফিট হতে আরও একটু বিশ্রাম নিতে চান তিনি। আমিরের কথা শুনে টিম ম্যানেজমেন্টও তাকে ক্যারিবীয়দের বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

বেশ কিছুদিন ধরেই ফিটনেস সমস্যায় ভুগছেন আমির। ইংল্যান্ডের বিপক্ষে কয়েকদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ম্যাচই খেলতে পারেননি তিনি। এর মধ্যে আবার ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন এই পেসার।

পাকিস্তানের প্রথম দফায় ঘোষিত দলে ছিলেন না। একটা সময় বিশ্বকাপ খেলার স্বপ্নই ফিকে হয়ে আসছিল আমিরের। তবে ইংলিশদের বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হন তিনি। আমিরের সঙ্গে স্কোয়াডে জায়গা করে নেন ব্যাটসম্যান আসিফ আলিও। অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গায় আমিরকে দলে নেয় পিসিবি।

২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগুনে পারফরম্যান্সের পর থেকে একটু আড়ালে আছেন আমির। এই সময়ে ১৫ ম্যাচে নিয়েছেন মাত্র পাঁচ উইকেট।

আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি জানিয়েছিলেন ওয়াসিম আকরামসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তবে ইংল্যান্ড সিরিজে বোলারদের হতাশাজনক পারফরম্যান্সই আমিরকে দলে যুক্ত করার অন্যতম কারণ।