চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রথম বলে উইকেট নিয়ে তাইজুলের রেকর্ড

অভিষেক ওয়ানডেতে করেছিলেন হ্যাটট্রিক। সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পাঁচ বছর পর একই প্রতিপক্ষ জিম্বাবুয়ের সঙ্গে অভিষেক টি-টুয়েন্টিতে প্রথম ডেলিভারিতেই তুলে নিলেন উইকেট। এ বাঁহাতি স্পিনারের নাম উঠে গেল রেকর্ডের পাতায়।

জিম্বাবুয়ে ৬৩/৫ (৯.৩)

ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করলেও লম্বা হয়নি রঙিন পোশাকের ক্যারিয়ার। ‘টেস্ট ক্রিকেটার’ তকমা নিয়ে পড়ে থাকেন আড়ালে। পাঁচ বছর পর গত মাসে শ্রীলঙ্কা সফরে ফেরেন ওয়ানডে দলে।

ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দলে চমক হয়েই আসেন তাইজুল। সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক ম্যাচেও দেখালেন চমক। প্রথম বলেই জিম্বাবুয়ে ওপেনার ব্রেন্ডন টেলরকে সাজঘরে পাঠিয়ে অভিষেক করে রাখলেন স্মরণীয়।

টি-টুয়েন্টি অভিষেকে প্রথম বলে উইকেট নেয়া একমাত্র বাংলাদেশি তাইজুল। এ বাঁহাতি স্পিনারের আগে এমন কীর্তি গড়েছেন বিশ্বের ১৫ বোলার।

তাইজুলের পর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। মোসাদ্দেকের হাতে ক্যাচ বানিয়ে ক্রেগ আরভিনকে (১১) ফিরিয়েছেন তিনি।