চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রথম কার্যদিবসে কসাইখানা বন্ধ করে কট্টরপন্থায় আদিত্যনাথ

রবিবার সাপ্তাহিক ছুটির দিনে উত্তর প্রদেশের ৩২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সোমবার প্রথম কার্যদিবসে এলাহাবাদের দু’টি কসাইখানা বন্ধ করে নিজের কট্টরবাদী অবস্থান স্পষ্ট করলেন যোগী আদিত্যনাথ।

এলাহাবাদের রামপুর এবং অটালাতে সোমবার সকালেই পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেয়া হয় দু’টি কসাইখানা। তার এমন পদক্ষেপের ফলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে এদিন এলাহাবাদে বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেতা মোহাম্মদ সামি (৬০) খুন হওয়ার প্রেক্ষিতে  রাজ্য পুলিশের ডিজিকে অবিলম্বে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন নতুন মুখ্যমন্ত্রী।

খুনের ঘটনায় উগ্বেগ প্রকাশ করে রাজ্যের ৭৫টি জেলাতেই অবিলম্বে আইন-শৃঙ্খলা সুনিশ্চিত করার নির্দেশ দেন।

৪৬ বছরের যোগী আদিত্যনাথ কট্টরবাদী হিসেবে পরিচিত। কট্টর হিন্দুত্ববাদী অবস্থান এবং মুসলমান বিরোধী মন্তব্যের জন্য বিতর্কিত এই হিন্দু সন্ন্যাসী।

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রদেশের ৪০৩ আসনের মধ্যে বিজেপি জোট দখলে নেয় ৩২৫টি আসন।