চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় বাসের সুপারভাইজারের ৪ দিনের রিমান্ড

টাঙ্গাইলে বাসে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামী বাসের সুপারভাইজার এরশাদকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামানের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

রিমান্ডের পক্ষে শুনানি করেন কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম। তাকে সহায়তা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত এরশাদকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে। পরে আদালত মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন ধার্য রাখেন।

শুক্রবার গ্রেফতারকৃত বাসের হেলপার আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে বলেছেন বাস চালক আলম খন্দকার প্রতিবন্ধী নারীকে বাসের ভিতরে ধর্ষণ করে এবং সেই সময় সুপারভাইজার এরশাদ এই ধর্ষণ কাজে জড়িত থাকার কথা স্বীকার করে।

এদিকে বাসের চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত হয়েছে।
অন্যদিকে টাঙ্গাইল কারাগারে নিরাপদ হেফাজতে থাকা ভিকটিমকে সোমবার তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে একই আদালত ভাইয়ের জিম্মায় প্রদানের আদেশ দেন। পরে তার ভাই হেলাল গত বিকালে তার বোনকে নিজ হেফাজতে নিয়ে চলে যায়।