চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রতিপক্ষ নিয়ে মাথাব্যথা নেই মেসি-নেইমার-রোনালদোর

শুক্রবার মস্কোর ক্রেমলিন প্যালেসে ঠিক হয়ে যাবে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাওয়া ৩২ দলের গ্রুপ ভাগ্য। কে কাকে গ্রুপসঙ্গী পাচ্ছে, প্রতিপক্ষ হিসেবে সেটাই এখন দলগুলোর প্রধান চিন্তার বিষয়।

সবাই কিন্তু আবার প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামাচ্ছেন না। যাদের আলোয় আলোকিত হবে বিশ্বকাপ, সেই সেরাদের মধ্যে অন্তত তিনজন গ্রুপপর্বের ড্র নিয়ে একেবারেই নিরুত্তাপ। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারের কথা বলা হচ্ছে। সময়ের সেরা তিন তারকা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে নিজেদের গ্রুপে যারাই পড়ুক, তারা এখন থেকেই প্রস্তুত।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফিফা ডটকম আলাদা আলাদাভাবে সাক্ষাৎকার নিয়েছে তিন মহাতারকার। জানতে চেয়েছে তাদের বিশ্বকাপ ভাবনা। প্রতিপক্ষ হিসেবে কাদের প্রত্যাশা, প্রশ্নের ফর্দ থেকে বাদ যায়নি সেটিও।

রোনালদো জানাচ্ছেন তিনি ড্রয়ের বিষয়ে একদমই ভাবতে চান না। পর্তুগিজ অধিনায়কের মতে প্রতিটি দল সমান যোগ্যতা নিয়েই পা রেখেছে বিশ্বকাপের মূলপর্বে। সুতরাং মনোযোগ পেলে সব দলকে সমানভাবেই পাওয়া উচিত, ‘আমি একদমই ভাবছি না। এবার বিশ্বকাপে কয়েকটি দল একটু বেশিই শক্তিশালী। কিন্তু সবাই তো আর একই গ্রুপে পড়বে না। সবকিছু মিলিয়েই গ্রুপপর্ব নিশ্চিত হবে। আমার মাথা সত্যিই এখন ঠাণ্ডা হয়ে আছে। এখনো হাতে সময় আছে। বিশ্বকাপ আসতে আসতে সবগুলো দলই নিজেদের তৈরি করে ফেলবে।’

তবে বিশেষ মনোযোগ নিয়ে গ্রুপপর্বের বাছাই দেখবেন বলে ফিফাকে জানিয়েছেন মেসি। শুক্রবার কোন ট্রেনিং কিংবা কাজে বাইরে থাকতে নারাজ আর্জেন্টাইন অধিনায়ক, ‘আমি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাই। আর এসময় আমাদের কোন ট্রেনিং কিংবা ম্যাচ থাকছে না।’

সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে, মনে মনে সেটাও নাকি ঠিক করে ফেলেছেন মেসি। যদিও তাদের নাম মুখে আনেননি আর্জেন্টাইন অধিনায়ক।

রোনালদোর মত নেইমারও বিশ্বাস করেন প্রতিপক্ষ নিয়ে ভাবার সময় এখনও আসেনি। যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়ার ক্ষমতা ব্রাজিলের আছে বলে আত্মবিশ্বাসী ব্রাজিল ফরোয়ার্ড, ‘আমি বিশ্বাস করি, আমাদের দল যেকোনো প্রতিপক্ষকে ধসিয়ে দেয়ার ক্ষমতা রাখে। শুক্রবার ওভেনে কিছু পপকর্ণ দিয়ে রাখবো যাতে ড্র অনুষ্ঠান দেখতে দেখতে বন্ধু-পরিবার নিয়ে কারা আমাদের প্রতিপক্ষ হচ্ছে সেটা জানতে পারি।’