চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রতিদিনের চিরচেনা ভীড় নেই কাওরান বাজারে

রাজধানীর কাওরান বাজার ঈদের দিন বলেই হয়তো এমন দৃশ্য। প্রতিদিনকার চিনচেনা ভীড় নেই। নেই আড়ৎদার, ফরিয়া কিংবা পাইকারদের হৈ হুল্লোড়। তবে প্রয়োজন অনুযায়ী এসেছেন অনেকেই। ইচ্ছে থাকা সত্ত্বেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দে সামিল হতে পারেনি রাজধানীর অনেকে মানুষ। কিছুটা বেশি আয় কিংবা অধিক লাভের আশায় ঈদের রাতেও কাজে নেমে পড়েন খেটে খাওয়া মানুষেরা।

জামালপুরের মোহম্মদ রফিক। ১০ বছর ধরে এই বাজারে কুলির কাজ করেন। খুব ইচ্ছে ছিল স্ত্রী আর তিন সন্তানের সঙ্গে ঈদ করার। হাতে পয়সা নেই, সন্তানের মুখে হাসি ফোটানো যাবে না তাই কষ্ট চেপে ঈদের রাতেও কাজে এসেছেন এক সময় ৪৩ বিঘা জমির মালিক রফিক। যমুনার ভাঙ্গণে জীবন যেমন বিপর্যস্ত, তেমনি ধূলিস্যাৎ ঈদের আনন্দ।

রাজধানীর মানুষের খাবার সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে, দূর-দূরান্তের অনেক ব্যবসায়ীও কাওরানবাজারে এসেছেন নিজের উৎপাদিত পণ্যটি বিক্রি করতে। তবে ক্রেতার সংখ্যা বেশ কম।

দু’দিন বাদেই আবার সরব হয়ে উঠবে নীরব হয়ে থাকা এ কাওরানবাজার, ফিরে পাবে সেই আগের চিত্র – বলছেন ব্যবসায়ী ও বিক্রেতারা।