চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রতারকদের হাতে অলিম্পিকের ৭ হাজার টিকিট!

টোকিও ২০২০ অলিম্পিকের আয়োজকরা বলেছেন, প্রথম দফায় বিক্রি হওয়া অনেক টিকিটই প্রতারকদের হাতে পড়েছে। কারণ, অনলাইনে ভুয়া পরিচয় দিয়ে টিকিট কিনেছিল অনেক প্রতারক। যাচাই-বাছাই শেষে এমন প্রায় সাত হাজার টিকিট বাতিল করেছে তারা।

আয়োজকরা এক বিবৃতিতে জানায়, ‘২০২০ টোকিও অলিম্পিকের জন্য প্রাথমিকভাবে ৩০ হাজার টিকিট বিক্রি করা হয়। কিন্তু আবেদন যাচাই-বাছাই শেষে দেখা গেছে টিকিট ক্রেতাদের প্রায় সাত হাজার জন মানুষ ভুয়া পরিচয় ব্যবহার করেছেন। তাদের আবেদন বাতিল করা হয়েছে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘৬ হাজার ৯০০ টিকিট বাতিল করা হয়েছে, যার মূল্য ১.৬ মিলিয়ন ডলার।’

এই প্রতারণার ব্যাপারে আর বিস্তারিত কিছু জানানো হয়নি, যদিও স্থানীয় মিডিয়া জানিয়েছে এই পরিকল্পনার পেছনে একটি নির্দিষ্ট গ্রুপের হাত রয়েছে বলে সন্দেহ করছে আয়োজক কমিটি।

আয়োজকরা বলেছেন, তারা পুলিশের সাথে পরামর্শ করছেন এবং দ্বিতীয় দফায় লটারি বিক্রির সময় এই অবৈধ রাস্তা বন্ধে পর্যবেক্ষণ করবেন।

মে মাসের প্রথম দফায় কেবল জাপানি বাসিন্দাদের জন্য অলিম্পিক টিকিট বিক্রয় শুরু হয়েছিল।