চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে মহাবিপন্ন প্রজাতির দুটি কাছিম উদ্ধার

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে মহাবিপন্ন বাটাগুর বাস্কা প্রজাতির দুটি কাছিম উদ্ধার করেছে বন বিভাগ। ফেনীর সদর ও দাগনভূঞার দুটি পুকুর থেকে কাছিম দুটি উদ্ধার করা হয়। এর মাধ্যমে এ জাতের কাছিমের সংখ্যা বাড়ানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মহাবিপন্ন কাছিম বাটাগুর বাস্কা সংরক্ষণ প্রকল্পে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ বন বিভাগ এবং অস্ট্রিয়ার ভিয়েনা জু। প্রকল্পের দুটি প্রজনন কেন্দ্রে ২৪টি পূর্ণ বয়স্ক কাছিম রয়েছে।

ফেনীতে সোমবার ও মঙ্গলবার অভিযান চালিয়ে আরো দুটি বাটাগুর বাস্কা উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সহায়তায় সদর উপজেলার মধুপুর ও দাগনভ্ঞূার দেবরামপুরে দুটি পুকুর থেকে এদের উদ্ধার করা হয়।

নতুন দুটি প্রাপ্তবয়স্ক বাটাগুর বাস্কা পাওয়ায় এ কাছিম সংরক্ষণ কার্যক্রম আরো এগিয়ে যাবে-বলছেন প্রকল্পের অংশীদাররা।

উদ্ধার করা বাটাগুর বাস্কা দুটির ওজন ১৩ কেজি ৪শ গ্রাম ও ১১ কেজি ৬শ গ্রাম। এরা বড় কাইট্টা ও মান্দারি কচ্ছপ নামেও পরিচিত।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: