চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রকৃতির অপরূপ খেয়াল বান্দরবানের আলীর সুড়ঙ্গ

প্রকৃতির অপরূপ খেয়াল বান্দরবানের আলীকদমের আলীর সুড়ঙ্গ। খাল পেরিয়ে, পাহাড় টপকে, দুই পাহাড়ের মাঝখানের দুর্গম ঝিরিপথ দিয়ে সুড়ঙ্গ পর্যন্ত যেতে হয়। বন্ধুর এই পথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য।

আলীকদমের মংচপ্রুপাড়া দিয়ে স্বচ্ছ পানির তৈন খাল পেরুলেই আলীর পাহাড়। এরপর কখনো ওপরে ওঠা, কখনো একেবারে নিচে নামা। মাঝে বাঁশের সেতু দিয়ে ঝিরি পার হলে সুড়ঙ্গে যাবার পথ। দু’পাশেই পাহাড়। পাহাড়ের গা যেন শিল্পীর চারুকর্ম, চুইয়ে পড়ছে হিম ঠাণ্ডা পানি। পুরো পরিবেশটাই সবুজে মোড়া। অনেক উপর থেকে পাহাড় আর বৃক্ষের ফাঁক দিয়ে কখনো কখনো আসছে সুর্যের আলোকচ্ছটা।

সুড়ঙ্গে ওঠার সিঁড়ি পর্যন্ত ঝিরিপথ বেশ দুর্গম। দু-এক জায়গায় চেপে ধরেছে পাহাড়। এজন্য সুড়ঙ্গে ওঠার জন্য লোহার সিঁড়ি বানিয়ে দিয়েছে সেনাবাহিনী। আলীর পাহাড়ে এমন তিনটি সুড়ঙ্গ রয়েছে।

সুড়ঙ্গগুলোর সৃষ্টিরহস্য আজও অজানা। এর ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, পাথর কেটে তৈরি রাজকীয় পথের মতো।

বিস্তারিত দেখুন মো. জাহিদুজ্জামানের ভিডিও রিপোর্টে: