চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্যারিস জলবায়ু চুক্তিতে সমর্থন দিলো চীন

অবশেষে প্যারিস বৈশ্বিক জলবায়ু চুক্তিতে সমর্থন দিয়েছে চীনের শীর্ষ আইন পরিষদ। শনিবার এক দ্বিপাক্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দেশটি যৌথভাবে সমর্থনের বিষয়টি ঘোষণা দেবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হলো অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইড নির্গমন। বিশ্বে এই কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি মাত্রায় নির্গমন করে চীন।

টানা সপ্তাহব্যাপী আলোচনা শেষে শনিবার স্থানীয় সময় সকালে প্যারিস জলবায়ু চুক্তি পর্যালোচনা ও সমর্থন দানের ব্যাপারে প্রস্তাব পাস করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্যরা।

গত ডিসেম্বরে প্যারিস জলবায়ু সম্মেলনের ধারাবাহিকতায় ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তি সই হয়। ওই জলবায়ু চুক্তিতে অংশ নেয়া দেশগুলোর প্রধানরা নিজ নিজ দেশের কার্বন নিঃসরণ কমিয়ে আনার পক্ষে একমত হন, যেন বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যায়।

প্যারিস চুক্তি বিশ্বের প্রথম জলবায়ু বিষয়ক পূর্ণাঙ্গ চুক্তি। তবে একে কার্যকর করতে অন্তত ৫৫টি দেশের সমর্থন প্রয়োজন।