চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্যারিসে হামলায় সন্দেহভাজনকে ২০ বছরের কারাদণ্ড

আড়াই বছর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত সন্দেহভাজন সালাহ আব্দেসলামকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন বেলজিয়ামের একটি আদালত।

হামলার পর গ্রেপ্তার হওয়ার আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ চালানোর দায়ে তাকে এই দণ্ড দেয়া হয়।

২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে একযোগে কয়েকটি স্থানে কথিত ইসলামিক স্টেটের (আইএস) হামলায় নিহত হন ১৩০ জন। হামলার ৪ মাস পর ওই ঘটনার অন্যতম সন্দেহভাজন আব্দেসলামকে বেলজিয়ামের ব্রাসেলস থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের ওই গ্রেফতার অভিযানের সময় গোলাগুলিতে প্রাণ হারায় মোহাম্মেদ বেলকেইড। তবে আব্দেসলাম তার সহযোগী সোফিয়েন আয়ারিসহ পায়ে গুলিবিদ্ধ হন। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় আয়ারিকেও ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আব্দেসলাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছিলেন। সেখান থেকে গিয়েই তিনি প্যারিসে হামলা চালিয়েছিলেন। হামলার পর তিনি আবার ব্রাসেলসের একটি ফ্ল্যাটে লুকিয়ে ছিলেন বলে ধারণা পুলিশের।

হামলা চালিয়ে পালিয়ে যাওয়া আসামি সালাহ আব্দেসলামকে ফ্রান্সের একটি পেট্রোল স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ।