চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘প্যাট্রিসিয়া’র আঘাতে ভূমিধসসহ ব্যাপক ক্ষতির আশঙ্কা

মেক্সিকো উপকূলে আঘাত হানা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন ‘প্যাট্রিসিয়া’য় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ভূমিধস আর বন্যায় ব্যাপক পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো একটি টেলিভিশনকে বলেছেন, তাঁরা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছেন।

ঘূর্ণিঝড়টি মেক্সিকোর জালিসকো রাজ্যের উপকূলে আঘাত হানে। সে সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ৩শ’ ৫ কিলোমিটার।

ঝড়টি সর্বোচ্চ ৫ ক্যাটাগরিতে আঘাত এনেছে বলে জানিয়েছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার।

পশ্চিম মেক্সিকোর নায়ারিট, জালিসকো, কলিমা, মিচোয়াকান, গুয়েরেরোতে ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘুর্ণিঝড়ে বাতাসের বেগ এতটাই তীব্র ছিল যে একটি বিমান আকাশে তুলে উড়ন্ত অবস্থায় রেখে দিতে পারে।

আশঙ্কা করা হচ্ছে, অতিবৃষ্টিতে পাহাড়ি এলাকায় বন্যা ও ভূমিধস হতে পারে।

ঘূর্ণিঝড়ের কারণে মেক্সিকোর ৩টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কয়েক হাজার মানুষ, সমুদ্রে পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।

দুর্যোগ কবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।