চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পেটে অস্ত্রোপচার করে বের করা হলো স্টিলের গ্লাস!

ভারতের মধ্য প্রদেশের সানতায় ৬২ বছর বয়সী এক ব্যক্তির পেটের মধ্যে পাওয়া গেল আস্ত একটা স্টিলের গ্লাস। প্রায় ১০ দিন পর সফল অস্ত্রোপচার করে রামদিনের পেট থেকে বুধবার চিকিৎসকরা গ্লাসটি বের করে আনে।

সংবাদ সংস্থা এএনআই’র তথ্য মতে, হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। এন্ডোস্কোপি এবং এক্স-রে রিপোর্টে ওই ব্যক্তির হজম পদ্ধতির কিছু বাধা দেখে অবাক হয়ে যান চিকিৎসকরা! পরে জানা যায় ২৬ জুন তার পেটের মধ্যে গেছে একটা ছোট স্টিলের গ্লাস।

এ ঘটনার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ।

এএনআই জানায়, আক্রান্ত ব্যক্তি দাবি করেন দীর্ঘ দিনের পেটের ব্যথার নিরাময়ের জন্য সে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে গেলে, সে তাকে মলদ্বার দিয়ে গ্লাস ঢোকানোর পরামর্শ দেয়। রামদিন রাজি হয়ে গেলে হাতুড়ে চিকিৎসক ওই পদ্ধতি অনুসরন করেন।

রামদিনের দাবি, এই হাতুড়ে চিকিৎসকের পরামর্শে গ্রামে অনেক মানুষের পেটের ব্যথা ও বমি সেরে গিয়েছিল।