চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পৃথিবীর সর্বকনিষ্ঠ ট্রেন একটি গাড়ি (ভিডিওসহ)

দিন দিন ট্রাফিক জ্যাম যেন বেড়েই চলছে। ঠিক সময়ে অফিস যাওয়া বা কোনো অ্যাপয়েন্টমেন্ট রক্ষা করা যেন এখন একটা কঠিনসাধ্য কাজ। ফলে মানুষ এখন বিকল্প বের করছে কীভাবে এই সমস্যাটির সমাধান করা যায়। সমস্যাটির একটি অভাবনীয় সমাধান নকশা এঁকেছে যুক্তরাজ্য ভিত্তিক ফার্ম ইন্টারফ্লিট।

প্রাইভেট কার আকাশে উড়ানো বা পানিতে চালানোর চিন্তা হয়তো অনেকেই করেছে কিন্তু রেললাইনে চালানোর কথা কি কেউ ভেবেছে? এমন চিন্তা থেকেই স্মার্ট ফরফোরের একটি প্রাইভেট কারের আদলে পৃথিবীর সবচাইতে ছোট ট্রেনের মডেল তৈরি করেছে ইন্টারফ্লিট। ৮০ কেজি ওজনের সলিড স্টিলের তৈরি ২২ ইঞ্চি আকারের চাকার এই কারটির মডেল করতে তাদের মোট ছয় মাস সময় লেগেছে।

মাত্র একজনের বসার উপযোগী এই কারটি একটানা ১৬ কিলোমিটারের ট্রায়াল রানও দিয়েছে। ইংলান্ডের ব্লুবেল রেলওয়েতে এই ট্রায়াল চালানো হয়। তবে অবশ্যই একজন লাইসেন্সধারী ট্রেন চালকের দ্বারা।