চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরোহিত হত্যা: আটক ৩ ব্যক্তি ১৮ দিনের রিমান্ডে

পঞ্চগড়ের দেবীগঞ্জের শ্রী শ্রী গৌড়ীয় মঠ মন্দিরের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায়কে গলাকেটে নৃশংসভাবে হত্যা ও অস্ত্র বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুই মামলায় গ্রেফতার ৩ জেএমবি সদস্যর ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এরা হলেন; দেবীগঞ্জ উপজেলা সদরের কামাতপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৭) একই উপজেলার সুন্দরদিঘী ইউপির কালিরডাঙ্গা গ্রামের হারেছ আলী (৩২) ও রমজান (২২)।

শনিবার তিন আসামীকে দেবীগঞ্জ আমলী আদালত-০৪ এ হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আইয়ুব আলী হত্যা মামলা ও অস্ত্র বিস্ফোরক আইনের মামলায় প্রত্যেকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় বাদীপক্ষ শুনানীতে অংশ নিলেও আসামীপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোছাঃ মার্জিয়া খাতুন বাদী পক্ষের শুনানী শেষে হত্যা মামলায় প্রত্যেকের ১০ দিন এবং অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার রাতে পুলিশ পঞ্চগড় ও পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলায় অভিযান চালিয়ে ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, পুরোহিত কিলিং মিশনে অংশ নেয় ৫ জেএমবি সদস্য।