চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরনো সেই দিনের কথা: ৯২ সালে বাংলাদেশের টেস্ট দল!

১৯৯২ সালেই বাংলাদেশের টেস্ট দল, অবাক করার মতোই কথা। কিন্তু না। সেই সময়ে খেলাটাই ছিলো সাদা পোষাকে। রঙিন পোষাকের ঝলমলে ছটা তখনও দেখেনি ক্রিকেট। বাংল‍াদেশে আধুনিক ক্রীড়া সাংবাদিকতার পথিকৃৎ ফরহাদ টিটো তার ফেসবুক পোস্টে এমনভাবেই করেছেন স্মৃতিচারণ।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন: ১৯৯২ সালে আমাদের বাংলাদেশের টেস্ট দল! নারে ভাই…… এটা আসলে ওয়ানডে টিম। তখন সাদা পোষাকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতো সব দেশ। এই প্রজন্মের ক্রিকেট দর্শকদের কাছে যা black & white টিভির গল্পের মতো।

‘সিঙ্গাপুরে সেবার অনুষ্ঠিত সাউথ ইস্ট এশিয়ান ক্রিকেট ট্রফিতে বাংলাদেশ দলের খেলা কাভার করতে গিয়েছিলাম একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে। সে বছর, বলাই বাহুল্য চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা,’ বলে জানান তিনি।