চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুতিনকে ক্ষমতা ছাড়তে বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছেন।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানায়, শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক বক্তৃতায় রাশিয়ার জনগণের উদ্দেশে বাইডেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না।

পোল্যান্ডের প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনে বক্তব্য দেওয়ার সময় পুতিনকে স্বৈরশাসক এবং যুদ্ধাপরাধী বলে অবহিত করে বাইডেন বলেন, ঈশ্বরের দোহাই এই বক্তি আর ক্ষমতায় থাকতে পারেন না।

বাইডেন রাশিয়ার জনগণের উদ্দেশে আরও বলেন, আমেরিকান এবং ইউরোপীয়ান শত শত কোম্পানীর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরও এবং দেশ ত্যাগে বাধ্য করার পর ও রাশিয়ার জনগণ আমাদের শত্রু নন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যেভাবে জার্মানের নাৎসি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ঠিক একইভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধেও ইউক্রেনের নাগরিকরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে তিনি মনে করেন।

জো বাইডেনের মন্তব্য রাশিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ‘শাসন পরিবর্তনের’ আহ্বান জানাননি। তবে বাইডেনের বক্তব্যের অর্থ ছিল, ‘পুতিনকে তার প্রতিবেশী বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করার অনুমতি দেওয়া যাবে না।’